সু-শীলের ক্যাঁচ ক্যাঁচ খুর কাঁচি তাল,
চুল দাড়ি তিনশ যে বাবু বেশামাল।
গাড়ী বাড়ী ভাড়া টান পেঁয়াজের ঝাঁজ,
হাতে গোনা মাশোহারা ছেঁড়া শাড়ী লাজ।
ছেলের স্কুলের ফিস বাড়ে কত গুন,
পোলাও কোরমা খোঁজে স্বাদের বেগুন।
হিমশিম রহিম যে নীতিতে অটুট,
বাঁচার আশায় মন দিলো বুঝি ছুট।
কত শীল কত সুরে গেয়ে যায় গান,
মানবতা প্রীতিকথা কেবা রাখে মান!
দূর্বার দূর্নীতি চলে সমাজের মাঝে,
মিথ্যে প্রলোভনে মন মরি মম লাজে।
আত্মহত্যা মহাপাপ কেন বিড়ম্বনা,
মরে মরে বেঁচে থাকা এই দিন গোনা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১২ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।