সুনীল গগন জীবন ভেলা
আপন নয়ন স্বপন খেলা,
অজেয় অমোঘ আলোক ছানি
ডাকছে মোহের শিকল টানি।
হৃদয় সুধার প্রবল ঝড়
হানছে নিকষ তিমির পর,
বাঁধের সীমায় বিশাল বান
চেতন কেতন বিজয় প্রাণ।
রাজাধি-রাজের বিচার ভার
চলছে সে'মতে অমত কার!
নরম আসন গরম বেশ
জীবন মরণ প্রমোদী রেশ।
প্রেমের বাজার ভীষন দর
কোথায় আপন কোন'সে পর,
আত্মজ মগনে্ বিভোর সবে
মানব হিতৈষী ফানুস ভবে।
নিজেকে উজাড়ী সবে'তে বাস
হৃদয় জমিন করবো চাষ,
প্রবাহ সতত যায়'যে বেলা
অনন্তে রঙিন ভবের খেলা ..!!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/২০ শাবান ১৪৪০ হিজরি/২৭ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।