নারী,
বোঝো কি তুমি অস্ফুট না বলা প্রেম?
পরাণ পাখি রে এ পিঞ্জরে লুকায়ে রাখি।
ভালোবাসা নয় ফেসবুক রঙিন গেম,
মিথ্যে মায়ার প্রলোভনে জান পাখি!
সবাই ব্যস্ত , এ বিংশ সভ্যতা আছে
কাকুতি মিনতি পরোয়া নাহি করো
কেন প্রেম চাও তবে প্রেমিকের কাছে?
নিজের ব্যস্ততায় আপন জগৎ ভরো।
মিথ্যে মায়ায় বসুধা করে যে পর
তবু মায়া টানে তোমারই কাছে আসে।
তোমার ছোঁয়ায় গড়ে স্বপ্ন সুখের ঘর
অবিশ্বাস কেন ভাসে হৃদয় ক্যানভাসে?
একটা কথাই বলে যেতে চাই সবিনয়ে
প্রেমের বাঁধনে আগলে রাখো যদি।
তোমার সাহসে করিবে বিশ্ব জয়ে
পার হবে সব দুর্গম গিরি ও নদী।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/১০ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি/০৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।