এসেছে ফাগুন হৃদয়ে আগুন
উজাড়ী পতঙ্গী প্রেম,
আপন সে'ক্ষণে প্রকাশে কি'মনে
বিগড়ী মালঞ্চ হেম!
তেলের মালিশে পর্দায় বালিশে
জমানো পুঁজির হাঁট,
হবে'কি বিচার টাকার মাচার
কহিলে নবাব লাট!
নীতির কাহিনী আছে'কি বাহিনী
কোথায় কখন কবে,
আসবে সে'পথ হটায়ে আপদ
বিরহী মননে ভবে!
জননী ঝিয়েতে এ'ক্ষণ বিয়েতে
ভােগের বিকৃত রশি,
কালের আচার কেমন বিচার
ডুবিলো পূর্ণিমা শশী।
অস্থির আকাল সময় বিকল
এ'কোন বেদনা বীণ,
সভ্যতা কাননে পুষ্পিত মগনে
গড়িবো আগামী দিন!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৬ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।