আমার কর্ম আমি-ই করি
তোমার কর্ম তুমি,
বরই-য়ে নেবে খেজুরে স্বাদ
বিরান মরুভূমি!
কেউ বা বলেন যোগ্য কবি
সঠিক লেখার অভাব,
নিজের চতুরতা-ই পুঁজি
হয় তো কারো স্বভাব!
স্ফীত রোজ-ই হচ্ছে কিছু
আঙ্গুল কলাগাছ,
দেশ বিদেশে অট্টালিকা
মাথায় তাদের তাজ!
পার হয়েছে বিয়ের বয়স
মনটা আজ বিষন্ন,
মরণ আমায় করছে স্মরণ
আমি এখন তিপ্পান্ন!
গরীব কৃষক মুটে ও মজুর
দেশপ্রেমিক সবে,
আবেদন প্রিয় নেতা তোমায়
আত্মার অনুভবে!
এবার কিছু করতে-ই হবে
এবার কিছু করো,
শেয়াল শকুন হায়েনাদের
বধে র তীর ধরো!
বাংলা আমার মা জননী
বাংলা আমার সব,
বিজয়ী উল্লাসের মাতন
হৃদয়ের অনুভব!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ/২৪ শাবান ১৪৪৫ হিজরি/০৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ।