(একটি গদ্য-কাব্য প্রয়াস)

অন-লাইন প্লাটফর্ম
বাহ! বেশ-বেশ,
লিখে চলেছি অবিরত যত শত কথা
কতক বন্ধুর "কবি" সম্বােধন, শিহরিত মন!
জীবনমুখী ছড়া, দেশপ্রেম, বিরহী, বিদ্রোহী,
ধর্মীয়, মানবতাবাদী, রূপকের কত রং
লিখেই যাচ্ছি আমি অবিরত--
আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ
ধর্ষন, বর্ষন, কর্ষন আরও কত কি--
গদ্য, পদ্য, ছন্দের মিল/অমিল
বাহবার সায়রে অবগাহিত এ মন--
কেন লিখছি, জানি? জানি কি আমি?
কিংবা মানি? জানেন প্রভূ---
এই আমার মধ্যে--
হ্যাঁ, আমি আমাকেই বলছি--
কতটুকু দেশপ্রেম, কতটুকু মানবতার শিক্ষা,
কতটুকু ধর্মীয় মূল্যবোধ, কতটুকু লিঙ্গ বৈষম্য ভাবনা,
কতটা সু-শিক্ষায় এ অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছি?
কেন আমার টেবিলে আজ ঘুষের লেনদেন?
কেন হেথায় হোথায় বস্তাবন্ধি অর্থের ছড়াছড়ি?
দেশী পণ্য ফেলে বিদেশী পণ্যে মোহাবিষ্ট।
অষ্টাদশী ষোড়শী কন্যার বিকৃত দেহ ঝাউতলায়?
প্রতিরাতে কতটা বোন ধর্ষিত হয় এই শহুরে সভ্যতায়?
ধর্মীয় লেবাসে জড়ানো এ দেহে ধর্মের শিক্ষা কোথায়?
আমরা তো সভ্য জাতি, সভ্য সমাজ---
সভ্যতা কি?----এখনো বুঝতে পারি না,
তেলাপোকা, টিকটিকি, মশা ওরা কি সভ্য?
মানুষ সৃষ্টির সেরা জীব!
আমি কি তেলাপোকা, টিকটিকির থেকে উৎকৃষ্ট?
তাহলে কেন এ অসভ্যতা, অভব্যতা বিশ্বময়
কেন আজ মানবতার অবক্ষয়?
কবে মুক্তি মিলবে----
কবে----------?

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৩ সফর ১৪৪১ হিজরি/০৩ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।