হয়তো বা হতে পারে এই লেখা ই শেষ,
হয়তো বা কিছুক্ষণ রয়ে যাবে তার রেশ।
ভালো আর খারাপের রঙে ভেজা তড়পায়,
ধরে রাখে ছুঁড়ে ফেলে সময়ের বাড়তায়!
এরই মাঝে সুখ-দুঃখ প্রেমদ্রোহ অভিলাষ,
কেবা কার, কে তোমার হিসাবের চাষবাস!
শুনশান গুলশান আলিশান ওই প্রাসাদে,
সুখ ধরা দেয় নাতো ভালোবাসা বিবাদে!
কুঁড়েঘর অতি পর হৃদয়ের ই স্পন্দন,
খিল দেওয়া আধা পেট সুখ মূল বন্ধন।
যত পাই তত চাই, চাই সব ই বেমালুম,
হাঁড়ি ঘটি বাটি চাই ভোগ সুখে ভাত ঘুম!
তবে ভাই বলে যাই জন্ম তো মানবের,
কর্ম টা হোক ভালো নাই হোক দানবের।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/৩ জিলহজ ১৪৪৩ হিজরি/৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।