কে তোর আপন মন মহাজন
কে তোর আপন,
আপদ ও নিদানের কালে
খুঁজিস কারে মন, বন্ধু
কে তোর আপন? - (II)
সোনালী রং পাল তুলিয়া
নাও ভাসাইলা গাঙে,
যৌবনে জােয়ারের কালে
কত রঙে রাঙে-রে বন্ধু
কত রঙে রাঙে।
ভাটির টানে পালে-রে বন্ধু
পায় না যখন কুল,
পাশে নাই তোর সঙ্গী সুজন
কি ছিলো তাের ভুল-রে বন্ধু
কে তোর আপন?
কে তোর আপন মন মহাজন
কে তোর আপন,
আপদ ও নিদানের কালে
খুঁজিস কারে মন, বন্ধু
কে তোর আপন? - (II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৫ সফর ১৪৪১ হিজরি/০৫ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।