ছোট্ট বেলায় অংক খাতায়
যখন পেতাম আশি,
বলত সবাই শাবাশ বেটা
ঝরত মুখে হাসি।
জীবন খাতার প্রতি পাতায়
যখন দেখি শুন্য,
দিশাহারা মন যে আমার
কোথায় গেল পূণ্য?
# #
(প্রথম অনু-কাব্য চেষ্টা। বুঝতে পারছি না, হল কিনা) # #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৪ শাবান ১৪৩৯ হিজরী/১১ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190