বাহির চোখে দেখলি রে মন
অন্তর চোখে দেখলি না,
রইলি রে তুই ভবেরই কানা
ও মন বুঝলি না।
রইলি রে তুই ভবেরই কানা।
ভুতল ভাসে নিখিল তলে
নৌকা ভাসে সাগর জলে,
জলে বাঁচে জলে মরে
জলের খবর নিলি না।
রইলি রে তুই ভবেরই কানা।
কত আশা কতই স্বপন
সংসার মাঝে করলি বপন,
কে'বা আপন কে'বা রে পর
সেই জনারে চিনলি না।
রইলি রে তুই ভবেরই কানা।
যা ছিলো তোর করার কথা
কিনলি দুঃখ বেচলি ব্যথা,
যথা তথা খুঁজলি যা তা
মনের খবর নিলি না।
রইলি রে তুই ভবেরই কানা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/২০ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/২৬ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।