সতত-ই ভাবি বসে বিমর্ষ এ মন,
ভাল নাকি মন্দ মম দ্বন্দ অনুক্ষন।
পুঁজেছি কেবলি বসে দিন কি'বা রাত,
সত্য নয় মিথ্যা কায়া মিছে বিসম্বাদ।
হার নয় জিত তব যাহা হয় ঠিক,
ভয়ে বা নির্ভয়ে হেথা সবি আকরিক।
দিলে যবে দম ফুঁকে জন্ম বহমান,
কি'বা সেই রুপ তার কেনই বা টান?
অচিন সে পাখি তায় কবে যাবে উড়ি
নেই জানা আমি তাকে কেমনেতে ধরি।
অনাচারে মত্ত আজি লেশ নাই তাতে,
যাবে দম রবে পরে নেই কেউ সাথে।
এই ধরা মাঝে তব হলোনাতো বোধ,
অনাচারে মত্ত মোরা কেবলি নির্বোধ।