মাতৃত্বের পোষা ময়না দিচ্ছে ডিমে তা,
তীক্ষ্ণ নজর চৌদিকে তার কামনায় ছা।
অবহেলার ঘুর্ণিপাকে দুষ্ট বিড়াল ছানা,
ঘনঘটার দুর্বিপাকে দিচ্ছে বাসায় হানা।
ভাঙে বাসা স্বপ্ন আশা অনলে ভষ্ম দেহ,
নয়ন জলে স্বপ্ন ঢলে জানে'না তা কেহ।
শত ভাঙে তবুও গড়ে ভাঙন কূলে বাসা,
মাতৃ বক্ষে ভুবন অক্ষে এই'কি ছিল আশা?
কালো সাদা বিড়াল দাদা জটলা পাঁকে আড়ে,
ময়নার ডিম ভাঙল যবে দোষে কে'বা কারে।
জীবন গেল ময়নার ছা মায়ার বাঁধন ছাড়ি,
কেমনে বলো সই দুঃখ অকূলে দেই পারি।
কত বিষে মারছে পিষে করছি জীবনপাত,
সুখ দুঃখ এ'সব নিয়েই কাটাই দিবস রাত।
মানবতা ধরছে ঘুনে কেমনে বেঁচে থাকি,
কান্না হাসা বাঁচার আশা স্বপ্ন মগ্ন আঁখি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/১৮ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/২৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।