ঘুরছে রবি ঐ সৌর-দল
সকাল বিকাল অস্তাচল,
নীল গগনে মেঘ-মাদল
ঘোরার খেলায় অবিচল।

পাখির ডানা বগির ছানা
কিসের নেশায় জীবন কানা,
তিমির মুখে মাছের পোনা
ঘুরছে ভবে দিক অজানা।

হরিণ শাবক হায়েনা খায়
এদিক-ওদিক নেকড়ে চায়,
খোলস ফেলে অমানুষ ধায়
মন মানবতা পাবো কোথায়!

বুর্জ খলিফা আকাশ পাড়
রাত চাদরে শীশার বার,
টাকা-ই হলো মানিক হার
তাহাজ্জুদ-র কি দরকার!

শিক্ষার টাই ঝুলছে গলে
শিক্ষিত হবো কোন কালে,
ঘুরছে পাখা ঘুরছে এ মন
জানিনা ঘোরার কি কারণ!

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/০৭ জিলক্বদ ১৪৪২ হিজরি/১৯ জুন ২০২১ খ্রিস্টাব্দ।