আমিই কবি এই যে দেখ আমার কবিতা
নামটি আমার রেখেছিলাম 'কবি সবিতা'
কাব্য কথায় ছন্দ ভারে
মনটা আজি কেমন করে,
মন যাহা'চায় তাই লিখে'যাই
প্রেম যমুনায় হৃদয় ভাসাই।
দ্রোহের অনল জ্বালবো ভাষা
শব্দ বর্ণে মনোহর ঠাসা,
বিরহ মানবতার জীবন কাব্য
দুরহবোধ হোক না অশ্রাব্য।
ধর্মীয় প্রেমের রূপক ছন্দে
কাব্য ঝড়ে হৃদয় আনন্দে,
দেশপ্রেমের অমিত সম্ভার
বিবিধ ছড়ার প্রবল বাহার।
সর্বত্র মোর কাব্যে বিচরণ
অব্যক্ত আর্তনাদ হৃদয় ক্ষরণ,
লিখি যাহা কাব্য কথায়
নিজেই যদি না মানি,
কিইবা হবে মধুর কথায়
কোন আসনের হাতছানি?
শ্রদ্ধা ভক্তি সর্বদা মোর চরিত্রে বহমান
আমি হব প্রিয় কবি শামসুর রাহমান।
# #
"কবি সবিতা" নামটি আমার কাল্পনিক নাম। তার পরেও কোন কবির নামের সাথে মিলে গেলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/০৮ রমজান ১৪৩৯ হিজরী/২৪ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190