সেই তো আমার ভালবাসা
মিষ্টি মধুর সকল ভাষা,
সকল হাসা সকল কাঁদা
এই হৃদয়ের পুস্প গাঁদা।
কেঁদেছিলাম জন্মে যে'দিন
হেসেছিল সবে সেই দিন,
মায়ের চোখের অম্ল পানি
ভালবাসায় নেয় যে টানি।
প্রথম মুখে খাবার দিল
বেঁচে থাকার হাত বাড়াল,
ঝড় ঝঞ্চাট সকল বিপদ
বাবা দেখায় সঠিক পথ।
লেখাপড়া যবে তে শুরু
ঘরেই আছেন আমার গুরু,
ভাই বোনদের সাথে করে
স্কুলে যাই অনেক ভােরে।
খেলার মাঠে ও স্কুলেতে
মনের মত বন্ধু পেতে,
খুললো যখন প্রেমের দোড়
লাগছে ভাল সবি তোর।
স্কুল কলেজ ও ভার্সিটিতে
সুখে দুঃখে বন্ধু মাতে,
দাদী মামা চাচী ভাই
মিলেমিশে বাস করি সবাই।
ফুলকলিতে আসল যবে রেণু
ব্যথিত মন সঙ্গী হেনু,
পুস্প মাল্য পরিয়ে গলে
উচ্ছলি প্লাবন সাগর জলে।
টবে ফুটলো নতুন ফুল
শিশির স্নাত মন ব্যাকুল,
ধর্ম বর্ণ ভাষায় মাতি
ভালবাসার এ যে মতিগতি।
আদর সোহাগ শাসন যত
ভালবাসে মোরে সে অবিরত,
জীবনে এসেছে যত প্রিয়জন
ভালবাসায় মাতি মোরা অনুক্ষন।
কাব্য মাঝে ভালবাসি যারে
কেমনে ব্যাথি হৃদয় তারে,
ভালবাসি তারে অন্তরে মম
সে'ও তো মোর প্রিয়সম।
ভালবাসা আজ মোর সাথে
ছিল'যে প্রিয় কালকে প্রাতে
সবি লয়ে ভালবাসা মোর
আলোক মাতম নতুন ভোর।