আমি তো তোমায় চাইনি
চেয়েছি তোমার প্রেমের মন,
সৃষ্টির লাগি কেবলি বিবাগী
তোমার প্রেমে সে গুঞ্জরণ।
আমি তোমার কন্ঠ চাইনি
চেয়েছি তোমার মধুর সুর,
সুরেই বাঁধি সুরতান আজি
জয়ের নেশায় মন বিধুর।
রূপে তোমার হইনি পাগল
রূপ কারিগর কেমন রূপ?
সদাই তোমার রূপের মাঝে
খুঁজি তাঁহার কতই রূপ?
তোমার নয়নে নয়ন রেখেছি
চাইনি তো জলে ভাসাতে,
নয়নের নীলে ভুবন নিখিলে
চেয়েছি যে শুধু ভালবাসাতে।
ওষ্ঠদ্বয়ের ঐ নিবিড় ছোঁয়া
চাইনা পেতে তোমায় হারায়ে,
কোন কারিগর মাধুরী মেশায়ে
গড়িছে কি মায়া জড়ায়ে?
প্রেম মায়া বক্ষে তোমার
তুমিই প্রেরণা সৃষ্টি জয়ে,
আজ তোমার খুবই প্রয়োজন
চলে যেওনা এই অবক্ষয়ে?"