প্রিয়তম আহবানে মননে আবেশ,
ষড়ঋতুর মাতমে সুগভীর রেশ।
হৈমন্তী মৃনালীনি কামম্বিনী ভোরে,
দিবানিশী প্রতিক্ষন সাথী লহ মোরে।
নুরজাহান নার্গিস পারুল মালতি,
দেখিবার চাহে মন চােখের ঐ জ্যোতি।
শতত কমল মাঝে চাতক চাহনী,
শীতের পরশে মােহে তব হাতছানী।
দিবানিশী সত্যি সবি সৃষ্টি সত্যি মাের,
যোগ্য নই উঠিবার চূড়ার উপর।
ভালবাসো যদি তুমি এ অধম মোরে,
প্রতিদান দেব প্রিয়া প্রান'জার করে।
তব সৃষ্টি হোক শুরু ভালবাসা মোর
চল প্রিয়া গড়ি নীড় মেঘের ওপর।