অন্তরে অন্তর্যামী জাগ্রত অনুক্ষন,
তাহারি প্রিয়েতে পূঁজি সদা তনুমন।
প্রেমের আবেশ কণা স্রষ্টারী পরশ,
কেন তব প্রেমে মোরা ভাবি সর্বনাশ?
প্রেম বিনা আদমের জন্ম নাহি হয়,
এ'কুল ও'কুলে তব প্রেমেতেই জয়।
মনের ভাবনা মিছেই ঐশ্বর্য জ্যোতি,
স্বর্ণ মুকুট নহে কি'বা হীরক মতি।
ধরাধামে প্রেম সদা সৃষ্টিসুখ লাভে,
কোন সে সৃজন হেথা প্রেম ছাড়া ভবে?
অনুক্ষন কেন তবে বিষায়িত মন,
প্রেমহীনে কোথা পাব আমার আপন?
ব্যথিত আমাতে যবে প্রেম সেতো নয়,
প্রেমহীনে মন নাহি বাঁচিবার চায়।