এক অজানা রাতের শেষে
রবি কিরণ প্রভাত আসে,
ঝড় বাদলে প্রলয় ভেদে
মেঘ হটিয়ে সুরুজ হাসে।
আজকে এ'কি তাকিয়ে দেখি
ধর্ষিত হয় মানব জাতি,
কন্যা ভগ্নি তোমার আমার
নরক পশু না মানে ভ্রাতি।
হীন মানুষের আত্মলোভে
যাচ্ছে কোথায় সমাজ ভবে!
নেতা থামাও করি মিনতি
তোমার বেলা, বুঝবে কবে?
আমার ও এক কন্যা আছে
বেদনা মন শঙ্কায় ঘোর,
সুরক্ষা বলো কোথায় পাব
স্বচ্ছ আলোক গোলাপ ভোর।
সত্য বিচার আসন গড়ো
মিথ্যা রোদন থামাও তবে,
বাঁচাও মানব সভ্যতাকে
মন বেদনা এ অনুভবে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৩ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।