আলোর মিছিল বাংলা-কবিতা.কম
জ্ঞানীগুনী আসরের মাঝে দিই দম।
জালাল উদ্দিন (মুহম্মদ) আসরের কবি মতি
কবির হুমায়ুন আসর সভাপতি।
সঞ্চালনে মুহাম্মদ মনিরুজ্জামান
ছান্দসিক কাব্যে সততই বহমান।
সার্বিক মঙ্গলে অনিরুদ্ধ বুলবুল
আসর শ্রদ্ধেয় সদা প্রেমের বকুল।
পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির
কবিতা আসর হোক ভালোবাসা নীড়।
এপার বাংলা ওপার বাংলা মিলে
বাংলা কবিতা যাক আলোর মিছিলে।
পূর্বাপর যত গুনী কবির অন্তরে
শত শ্রদ্ধা ভালোবাসা তাদেরই তরে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/২৯ শাওয়াল ১৪৩৯ হিজরী/১৪ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190