তোমায় ভুলতে আজও পারিনি
(মন) সেই মধুক্ষণ আশা ছাড়িনি।।
বলেছিলে তুমি মোরে
বেঁধেছিলে প্রেমডোরে,
চলে গেলে তবু আশা ছাড়িনি
তোমায় ভুলিতে আজও পারিনি ।।
শরৎ প্রভাতে মনে
কাশফুল ফোটে বনে,
শত তারা যায় ঝরে
নিশি চাঁদ অনাদরে,
তবুও আশার বাসা ছাড়িনি
তোমায় ভুলতে আজও পারিনি।
আসো প্রিয় এই ক্ষণে
উতলা মাতাল বনে,
সাজাবো নতুন করে
আগামীর প্রেম ডোরে,
পথ চেয়ে আজও আশা ছাড়িনি
(মন) তোমায় ভুলতে আমি পারিনি।
পথ চেয়ে আজও আশা ছাড়িনি
তোমায় ভুলতে আজও পারিনি ।।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/১৮মহররম ১৪৪১ হিজরি/১৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।