রম্য রসের এই উপাখ্যানে কর্ম হলো সাবাড়,
যাচ্ছে জীবন নেয়ে-ঘেমে বলছো তবুও আবার!
রঙ চিট-চিট তেলের বাঁশে ওঠা-নামার পালা,
এত্ত তেলের ভেতরে ভাই সত্য-ই ঝালাপালা!
কোন অধমে আদর্শ বান দিয়েছিলেন পাঠে,
ওসব এখন সস্তার ও কম বুভুক্ষু মাঠ ঘাটে!
কুঁড়ি বছর ভেজাল দিয়ে ফিরলো যখন মতি
আসল তেল আর সয়না পেটে বেঁধেছে দুর্গতি!
শিক্ষা-নীতি আদর্শ আজ ঠোঙ্গায় ঝাল মুড়ি,
বীর শহীদের আদর্শ মা ভিখ মাঙ্গে সে বুড়ি!
খাচ্ছো তো বেশ কেন তবে আদর্শ বান ডাকো
সত্য আলো উদ্ভাসিলে মুখ লুকিয়ে থাকো!
সত্য প্রেমে জীবন দিলো যে সব বীর শহীদ
গাইবে বলো তাদের ঋণের সত্য প্রেমের গীত!
অফিস পাড়া ও মহল্লাতে জাগাও সত্য প্রাণ
ভালোবেসে গাই সকলে সত্য জয়ের গান!
নাই বা পারো কেনই তবে দেখাও স্বপ্ন রাশি,
অন্তরালে সমান তালে মাতাল হায়েনার হাসি!
সত্য মিথ্যা নয় মিলিয়ে এক নীতিতেই থাকো
কার প্রেমেতে পাগল এ মন সত্যিকারে ডাকো!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ/১ শাবান ১৪৪২ হিজরি/১৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ।