সিক্স কি সেভেনে সেই নন্টে পন্টের খেল,
আমলকি বহেরা পাখির বাসা নারিকেল।
নাটাইয়ের সুতো কাটা মেঘঘেঁষা বারান্দায়,
বৈশাখী মেলার ভীড়ে প্রিয় মুখ দেখা যায়।
স্কুল ক্রিকেটে খেলা সেই ছক্কার ঘোর,
শ্রেনিবন্ধু দর্শক মিলে কোরাসে বিভোর।
হৃদয়ে আনন্দ ধরা হাসি ভরা মুখ,
আন্দোলিত প্রকম্পিত রক্তারুনন সুখ।
স্রোতস্বিনী সময়ের সদা বহতা জীবন,
মিল অমিলের খেলায় বুঝি না কারণ।
স্মৃতিছবি ক্ষণে ক্ষণে আশা ধরে মনে,
প্রভাত পিদিম আলো আঁধার লগনে।
যাব বল কোথায় সে আর কতদূর,
মন মুকুরে রিনিঝিনি হারানো নূপুর।
অবিরাম রানার ছোটে মেলে না দিশা,
ছায়া আশে প্রেম ভাসে ঘোর অমানিশা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/২৫ সফর ১৪৪০ হিজরী/০৫ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।