(কোমলমতি ছোট্ট সোনামনিদের উদ্দেশ্যে)
হাড়ি পাতিল থালা বাটি
ঝন্ ঝনাঝন্ ঝন্,
পুতুল সোনার বিয়ে হবে
ব্যস্ত খুকী র মন।
আলতা চুড়ি ফিতে ও শাড়ি
আজ কন্যার বিয়ে,
ভিনদেশী এক গায়ের ছেলে
যাবে পুতুল নিয়ে।
অনেক প্রিয় খুকী র পুতুল
মায়ায় ভরা মুখ,
কন্যা দানে মা যে তার
কেঁদে ভাসায় বুক।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/০২ রজব ১৪৪১ হিজরি/২৭ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।