বাঁজিছে প্রভাতী বীণ
মরা পাতা যাক ঝরে,
সম্মুখে আগামী দিন
মন সোনালী বন্দরে।
অভিযোগ জমা যত
কালরাত অমানিশা,
ব্যথা সয়ে অবিরত
খুঁজি আলোকের দিশা।
প্রেম মানবতা মন
নববর্ষে, অন্তর্যামী!
জীবনের প্রয়োজন
আলোকিত আগামী।
সৃষ্টির শ্রেষ্ঠ মানব
কেন ধরায় বিগ্রহ!
কোন সে রূপী দানব
হটাও মনের দ্রোহ।
রবি কিরণ অনন্য
প্রতিদিন হয় ভোর
আগামী শিশুর জন্য
সোনালী স্বপ্ন বাসর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/০৩ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।