আজ সেই ভয়াল পঁচিশে মার্চ রাত,
হায়েনার অপারেশন সার্চলাইট।
রাতের আধারে ঘুমন্ত বাংলার বুকে,
ট্যাংক কামান গর্জনেতে অগ্নিমুখে।
অপরাধ সারে সাত কোটি বাঙালীর,
স্বাধীকারের ব্রত, না থাকিবে রূধির।
অন্ধকার রাতে শিক্ষক ছাত্র নিধন,
প্রতিবাদী আপাময় সব জনগন।
রক্তে তো ভাসালি তোরা মায়েরই বুক
হিংস্র জানোয়ার দল, কি পেলি সুখ?
নারী লোভী হায়েনার নেই কোন জাত,
নরাধম সেই সে কুলাঙ্গার বজ্জাত।
মনুষ্য মাঝে যার অন্যায় হাতিয়ার,
মানুষ নয়, সেই নিকৃষ্ট জানোয়ার।
×× ২৫শে মার্চ ১৯৭১ এর ভয়াল কালরাত সহ বাংলার স্বাধীকার রক্ষায় যে সকল প্রাণ বলিদান হয়েছেন, তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি।××
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ চৈত্র ১৪২৪/৬ রজব ১৪৩৯ হিজরী/২৫ মার্চ ২০১৮খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com