কবিবন্ধুগন,
আমি করতে চাই তোমাতেই বাস,
আজ নয় কবিতা, একটি সংকলিত ইতিহাস।
১৭৫৭ সালে শুরু হয় পলাশীর যুদ্ধ।
১৭৬০ সালে ইস্ট ইন্ডিয়ার হাতে চট্টগ্রাম রুদ্ধ।
১৭৬৫ বাংলা বিহার উড়িষ্যার পেল দেওয়ানি।
১৭৮২ ফকির বিদ্রোহ ময়মনসিংহ সকলে তা জানি।
১৭৮৩ ফকির দলপতি শাহ মজরদের মধুপুরে আশ্রয়।
১৮২৪ সনে ব্যাপাকপুরে সিপাহী বিদ্রোহ দেখা যায়।
১৮২৮ শুরু হয় ফরায়েজী আন্দোলন।
১৮৪১ হাজী শরীয়তুল্লাহর পরলোকগমন।
১৮৫৫ সাঁওতাল-দের বিদ্রোহ নামে।
১৮৫৭ বিদ্রোহ ব্যাপাকপুরে ও চট্টগ্রামে।
১৮৮৫ ভারতীয় জাতীয় কংগ্রেস এর জন্মলাভ হল।
১৯০৫ সালে উড়িষ্যা আলাদা, বাংলা দু'ভাগ হল।
১৯০৬ জন্মিল নিখিল ভারত মুসলীম লীগ।
১৯০৮ ক্ষুদিরামকে ফাঁসিতে চড়ালো ঠিক।
১৯১১ প্রবল আন্দোলনে বঙ্গভঙ্গ রদ হল।
১৯১২ রাজধানী কলকাতা দিল্লীতে গেল।
১৯১৫ সালে নওয়াব খাজা সলিমুল্লাহ হল গত।
১৯১৯-২২ অসহযোগ ও খেলাফত আন্দোলনরত।
১৯২০ অসহযোগে মহাত্না, তাসখন্দে কমিউনিষ্ট পার্টি উদয়।
১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
১৯২২ সিরাজগঞ্জের সলঙ্গায় বিদেশী পণ্য বর্জনে গুলি।
১৯২৪ কলকাতা কর্পোরেশনে চিত্তরঞ্জন সোহরাোয়ার্দী সুভাষ।
১৯২৫ ভারতে কমিউনিষ্ট পার্টির তৎপরতা, চিত্তরঞ্জন দাশ গত।
১৯২৬-৩০ ঢাকা কিশোরগঞ্জ ফরিদপুর বরিশালে দাঙ্গা অবিরত।
১৯২৬ দেশীয়করণ আইন প্রনয়ন।
১৯২৮ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (সংশোধন), সাইমন কমিশন গঠন।
১৯২৯ জিন্নাহর ১৪ দফা প্রনয়ন।
১৯৩০ অসহযোগ আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন।
১৯৩০-৩২ গোলটেবিল বৈঠক।
১৯৩২ সাম্প্রদায়িক রোয়েদাদ, পূনা প্যাক্ট,
প্রীতিলতা ওয়াদ্দেদার ও বেগম রোকেয়া মৃত্যু।
১৯৩৪ সূর্য সেন ও তারকেশ্বরের ফাঁসি (১২ জানুয়ারী)।
১৯৩৫ ভারত শাসন আইন (২ আগষ্ট)।
১৯৩৬ বাংলা প্রদেশ উড়িষ্যা বিছিন্ন।
১৯৩৭ প্রাদেশিক স্বায়ত্বশাসন প্রবর্তন।
১৯৩৮ ঋণ সালিসি বোর্ড আইন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (সংশোধন)
জমিদারী প্রথা উচ্ছেদে ফ্লাউড কমিশন গঠন।
১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা।
১৯৪০ মুসলিম লীগের "পাকিস্তান প্রস্তাব"(২৩ মার্চ)।
১৯৪১ সুভাস বসুর অন্তর্ধান, জামায়াতে ইসলামী হিন্দের জনম
মুসলিম লীগে ফজলুল হক বহিস্কার, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন।
১৯৪২ ক্রিপস মিশন, ঢাকায় ফ্যাসিবাদবিরোধী সম্মেলন,
ভারত ছাড়ো আন্দোলন।
১৯৪৩ সিঙ্গাপুরে অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন
বাংলা ১৩৫০ সনে দুভিক্ষে ৩০ লক্ষ প্রান
খাজা নাজিমুদ্দীনের মন্ত্রিসভা গঠন।
১৯৪৪ গান্ধী- জিন্নাহ আলোচনা ব্যর্থবসান।
১৯৪৬ আইনসভায় সোহরাওয়ার্দীর এক পাকিস্তান প্রস্তাব
ক্যাবিনেট মিশন প্ল্যান, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম
কলকাতা নোয়াখালী বিহারে দাঙ্গা,
শান্তি মিশন নিয়ে গান্ধীর সফর।
১৯৪৭ ভারতীয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের ঘোষনা
স্বাধীন বাংলা গঠনে সোহরাওয়ার্দীর আহবান
শরৎ বসু, আবুল হাশিমে স্বাধীন বাংলার কাঠামো প্রকাশ
ভারত ও পাকিস্তান ভিত্তিতে স্বাধীনতা দানের ঘোষনা
বাংলা ভাগে ভোট, পূর্ববেঙ্গ যুক্ত হল সিলেট,
ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস
যুক্ত-বাংলার প্রস্তাবে সোহরাওয়ার্দী, হাশিম (এপ্রিল-জুন)
সার্বভৌমে শরৎ বসু, গভর্ণরে স্বাধীন বাংলার পাঁচদফা প্রস্তাব
কংগ্রেস ও মুসলিম লীগের প্রত্যাখ্যান,
বাংলা ভাগের ঘোষনা মাউন্ট বাটেনের (৩ জুন)
পাকিস্তান ও ভারত দু'টি রাষ্ট্রের জন্মলাভ (১৪-১৫ আগষ্ট)।
যায় নাতো বলা বুকেতে লাগে মস্তবড় ব্যথা
বাংলা মায়ের নির্যাতিত মুখ, ইতিহাস কয় কথা।