জনক


জাহিদ হোসেন রনজু
----------------------------®


সেদিন সকালে হাতে নিয়ে মাটি
বললাম আমি- 'কার তুমি?'
সোঁদা গন্ধ ছড়ায়ে মাটি বলে
'বাংলাদেশ আমার ভূমি'।


নদীর কাছে শুধালাম-' ওহে নদী,
বলো আমায় তুমি কার?'
জল তরঙ্গে নেচে কয় নদী হেসে-
'বাংলাদেশ মোর পারাবার।'


কাননে ফুলকে বলি চুপিচুপি-
'বলো তুমি কোন দেশের?'
পাপড়ি ছড়ায়ে বললো পুষ্প এসে-
'আমি ভাই বাংলাদেশের।'


'ওগো গিরি তাজিংডং বলো না কার?'-
যখন শুধালাম আমি,
তখনই বললো গর্বে চূড়ামনি-
'বাংলাদেশ মোর ভূস্বামী'।


লাল সবুজ পতাকাকে দেখে বলি-
'কোথায় তোমার ঠিকানা?'
বলে- 'লাখো শহীদের রক্তে পাওয়া
বাংলাদেশ মোর সীমানা।'


কবিকে ডেকে বলি কোমল স্বরে
'ওহে কবি তুমি কার'?
'জননী জন্মভূমি বাংলাদেশ মোর
শত জন্মের অহংকার।'


অবশেষে শুধালাম বাংলাদেশকেই
'তুমি মা কার অবদান?'
দ্বিধাহীন কণ্ঠে বলে- 'জনক মোর
শেখ মুজিবুর রহমান'।


----------------------------------
৩০ জানুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা।

★মুজিব জন্মশতবর্ষ★