ভুলের পথে পথটি মোর

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

সঠিক নীড়ে সবাই ফিরে আমিই শুধু পথ হারাই,
আমিই শুধু পথ খুঁজিতে ভুলের পথে পা বাড়াই।

তুই কী ভাবিস দস্যি ছেলে ইচ্ছে করেই পথ হারায়?
ইচ্ছে করেই পথ হারিয়ে ঘুরে শুধু তোর পাড়ায়?

হতেও পারে তোর ভাবাটাই হয়তো কোন অজান্তে,
চুপটি করে বাঁধছে বাসা আমার মনের একান্তে।

না হয় হলো সত্যি এটাই আমি ঘুরি ইচ্ছাতেই,
কিন্তু মেয়ে বল না কেন ঘোরা আমার ভুল পথেই?

এতই যদি বুঝিস মেয়ে ঘুরিই আমি জন্য তোর,
তবে কেন রাখিস ফেলে ভুলের পথে পথটি মোর?

------------------------------------------
১৪ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা