ভুল থেকে শিক্ষা(ব্যঙ্গ)

জাহিদ হোসেন রনজু
---------------------®

উঠেছি গাছে ধরেছি হাতে
সহ-কার
হঠাৎ জোরে সশব্দে ভেঙে
একাকার।
পড়ে ভূতলে ধরা পড়াতে
হাহাকার,
আম চুরির এ চেষ্টা ছোট
বেলাকার।

নকল নিয়ে গিয়েছি হলে
পরীক্ষার,
স্যারকে দেখে ভয়েই কেঁপে
একাকার।
খেলাম ধরা, চোখে ভীষণ
অন্ধকার।
নকলের এ চেষ্টা কিশোর
বেলাকার।

পত্র লেখেছি দেখে অরূপ
রূপ তার,
পড়ে রূপসী করে সজোরে
চিৎকার,
ধরা পড়াতে চপেটাঘাত
ধুন্ধুমার।
মন চুরির এ চেষ্টা যুব
বেলাকার।

পড়ার শেষে, মামার জোরে
অফিসার,
করছি চুরি, করছি ঘুষ
কারবার।
থাকছি সুখে গড়ছি নীড়
সুবাহার।
বিত্ত চুরির এই গল্পটা
এবেলার।

এবেলা আর পড়িনি ধরা
একবার,
কৌশলী হয়ে করছি কাজ
কারবার।
রূপসী নারী, মিষ্টি আমের
সমাহার,
ভুলে গিয়েছি গল্প সবই
আগেকার।

নেতা মন্ত্রীর সাথে এখন
দরবার,
হয়েছি বড় সমাজপতি
এলাকার।
পাপ মোচনে করেছি হজ্জ
বহুবার।
সবাই ভাবে সজ্জন আমি
সত্যিকার।

কেউ জানে না আমার যত
অন্ধকার,
সবাই দেখে বিত্ত বৈভব
বেসুমার।
থাকছি আমি কাছে সদাই
ক্ষমতার,
নিয়েছি শিক্ষা ভুলের ছোট
বেলাকার।
----------------------
১৬ জুন, মিরপুর, ঢাকা

নোটঃ 'সহ-কার' অর্থ আম গাছের ডাল বা পল্লব।