ভুল নম্বর
জাহিদ হোসেন রনজু
----------------------------®
ভীমরতিতে ধরলে যা হয়;
মাথায় ভূত এসে বসে;
বসে বসে পা দোলায়
এমন না হলে কেউ
পুরনো টেলিফোন ইনডেক্স ঘেঁটে
এত বছর পর
তোমার নম্বর খুঁজে ফিরে?
এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ
ইনডেক্স ঘেঁটে
প্রস্তর যুগের টেলিফোন নম্বর পাওয়া গেলেও শোনা যায়-
"দুঃখিত! আপনি ভুল নম্বরে কল করেছেন"।
অথবা
"আপনি যে নম্বরে কল করেছেন সেটি আর ব্যবহৃত হচ্ছে না।"
যতই ভূত চাপুক মাথায়
যতই পা দোলাই
রোদসী,
আমার জন্য তোমার বার্তাটি এমনই এখন-
"দুঃখিত! আপনি ভুল নম্বরে কল করেছেন"।
---------------------------------------
২৯ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা