ভয়ঙ্কর অত্যাচার

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

শিশুটির 'বারবিডল' কেনার সামর্থ নেই
তবু প্রতিদিন শিশুটি দেখে
অন্য শিশুরা 'বারবিডল' নিয়ে ঘুরছে

এটা এক ভয়ঙ্কর অত্যাচার;

তারচেয়েও বড় অত্যাচার
সবচেয়ে সুন্দর 'বারবিডল'-এর দোকানটা শিশুটির বাড়ির সামনেই

পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা- রোদসী
আমার বাসার উল্টো দিকেই থাকে
আমি প্রতিদিন তাকে দেখি,
বিষয়টি সম্পূর্ণ একপাক্ষিক; চাঁদ দেখার মতন

না, ঘটনাটি এমন নয়
আমার কাছে এসে মেয়েটি তার নামটি বলে গেছে

জেনে গেছি-
যেমন করে জানা হয়ে যায় -
প্রস্ফুটিত লাল সুন্দর ফুলটির নাম- গোলাপ ।

এতটুকুই
বাকী সবটুকু ঐ শিশুর মতন.....

------------------------------------
১৭ এপ্রিল ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।