""""""""""
ভিতর-বাহির
জাহিদ হোসেন রনজু
----------------------------------®

মানুষটা নই মন্দ আমি
একটু আধটু ছাড়া,
দোষের মধ্যে দোষ হলো ভাই
ঘুরে বেড়াই পাড়া।

এ মন ঘুরি ও মন ঘুরি
ঘুরি তাদের মনে,
খুঁজে বেড়াই কি লুকানো
তাদের মনের কোণে।

কে কি ভাবে কে কি যে চায়
নিজের গোপন মনে,
কিসের স্বপন লুকায় রাখে
গহীন মনের বনে।

খুঁজতে যেয়ে মনের কথা
অবাক হলাম ভারী,
রহস্যময় গোলক ধাঁধা
মনের গোপন বাড়ী।

বাইরে বেজায় হাসি খুশি
কান্না মনের মাঝে,
আড়াল করতে মনের ব্যথা
সুখি মানুষ সাজে।

ভাবখানা তার বেজায় দুঃখি
মনে সেটা না যে,
তোমার কাছে থাকতে ভাল
এমনতর সাজে।

বিপদকালে জানটা দিবে
ভাবটা যেন এমন,
কিন্তু মনে ভাবছে বসে
পালাবে সে কখন।

ভাবটা এমন যেন তোমায়
খুবই ভালবাসে,
কিন্তু ভেবে সর্বনাশের
মনে মনে হাসে।

সৃষ্টি কর্তা ছাড়া অচল
বেশভূষাটাও তেমন,
কিন্তু মনে ভাবছে সদাই
কোন মেয়েটা কেমন।

মাথায় তোমার হাত বুলায়ে
করছে দেখায় আদর,
ভাবছে মনে কেমনে নিবে
তোমার গায়ের চাদর।

এমনতর হাজার মনে
হয়ে আমি হাজির,
দেখতে পেলাম ভীষণ ফাঁরাক
ভিতর এবং বাহির।

--------------------------------------------
১৮ অক্টোবর, ২০১৭, মিরপুর, ঢাকা।