ভাঙ্গনের শব্দ শুনি

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

ভাঙনের শব্দ শুনি-

তিল তিল করে গড়া
বর্ণিল রঙে সাজানো
তাজমহল কাঁপে....

শুভ্রসফেদ মর্মর পাথরগুলো থরথর করে কাঁপে

ঈশানকোণে ঝড় নেই,
শব্দ নেই
তবু নিশব্দে নীরবে
হৃদয়মন্দিরের ঘন্টাগুলো কাঁপে;
সময়-অসময়ে কেঁপে কেঁপে উঠে,
নিস্তরঙ্গ গভীর সমুদ্র জলে সুনামীর প্রস্তুতি চলে

এমনই ঘটবে জানা ছিল সব
তবুও
কেঁপে কেঁপে উঠে ছোট ছোট মোমবাতি;
বর্ণিল রঙিন।

ভাঙনের শব্দ শুনি; দিন দিন বাড়ে,
বাড়ে হৃৎকম্পন সমহারে।

-------------------------------------------
১৫ মে, ২০১৮, মিরপুর, ঢাকা