ভাঙা-গড়ার খেলা

জাহিদ হোসেন রনজু
----------------------------------®

'জাস্ট গো এহেড'-
প্রচণ্ড শব্দের এই বাক্যটি ভেসে আসতেই
এক যুবকের পাশ থেকে
ছিটকে সরে গেল একটি মেয়ে
হনহন করে
ছুটন্ত ধাবমান হরিণীর মতন
দ্রুত থেকে দ্রুততর বেগে
দূর থেকে দূরে সরে যেতে লাগলো
একবারও পিছন ফিরে তাকালো না মেয়েটি
জ্যোৎস্নাময় আকাশ এখন মেঘে ঢাকা কালো রাত

সেই প্রচণ্ড নিনাদ শুনে
ওদের পাশেই
হাত ধরে হেঁটে চলা এক জোড়া যুবক-যুবতী
থমকে দাড়ালো
অবাক বিস্ময়ে তাকালো
দেখলো-
আরো দৃঢ় হলো হাত ধরা দুটি হাত...আরো দৃঢ়
আরো ঘনিষ্ট হলো ওরা...যুবক-যুবতী।
এক গুচ্ছ গোলাপের ঘ্রাণে মাতাল দখিনা হাওয়া।

আর আমি দেখলাম
ভাঙ্গা-গড়ার খেলা; নিত্য-সত্য-চিরন্তন।

------------------------------------------
৫ ফেব্রুয়ারি ২০২০, বইমেলা, ঢাকা