ভালবাসি বলেই

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

তোমাকে ভালবাসি বলেই
তোমার রুদ্রমূর্তি
                     আমি মেনে নিই অবলীলায়।
অথচ
অন্য সবাই তোমাকে রগচটা বলেই জানে।

তোমাকে ভালবাসি বলেই
তোমার বদ অভ্যাসগুলো
                      আমি মেনে নিই অনায়াসে।
অথচ
অন্য সবাই এগুলোকে দেখে বিশ্রীভাবে নাক সিটকায়।

তোমাকে ভালবাসি বলেই
তোমার অন্যায় আবদারগুলো
                     আমি মেনে নিই সহজভাবে।
অথচ
অন্য সবাই তোমাকে স্বেচ্ছাচারী ভাবে।

তোমাকে ভালবাসি বলেই
তোমার অবহেলা পেয়েও
             আমি ফিরে ফিরে আসি বারবার।
অথচ
অন্য সবাই তোমাকে দাম্ভিক ভেবে দূরে সরে থাকে।

আর সেই তুমিই কিনা ভাবো-
তোমাকে ভালবাসি না আমি।

-----------------------------------------
৩১ মার্চ ২০১৭, মিরপুর, ঢাকা।