""""""""
ভালবাসার দুঃখগুলো
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
ভালবাসার দুঃখগুলো অন্য রকম
ছোট ছোট কথার মাঝেই লুকিয়ে থাকে
লুকিয়ে থাকে
একটুখানি অবহেলায় ঝলছে উঠে
ভালবাসার দুঃখগুলো কেমন জানি
মুখ বাঁকালেও দুঃখ হয় না
কিন্তু আবার
একটুখানি মুখ ফেরালেই অশ্রু ঝরে
ভালবাসার দুঃখগুলো এমন কেন
দুঃখ পেলে সারা জীবন কষ্টে পোড়ায়
কষ্টে পোড়ায়
কষ্টে পোড়ায় দিবস রাতি
তোমার থেকে দুঃখ পাওয়া কষ্টগুলো এমনতর
ভীষণ পোড়ায়, ভীষণ পোড়ায়
বুকের মাঝে আগুন জ্বালায় ধিকি ধিকি
তাই মনে হয়
তোমায় আমি ভালবাসি
অনেক বেশী......অনেক খানি।
সত্যি তোমায় ভালবাসি
অনেক আমি, অনেক বেশী।
--------------------------------------------
২০ আগস্ট,২০১৭, মিরপুর, ঢাকা