উঠোনে আজ অনেক অনেক ঘর-বসতি

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

এখন কি আর শব্দ করে বলতে পারি
কিংবা গোলাপগুচ্ছ হাতে পথের মোড়ে
রৌদ্র ঝড়ে শিরদাঁড়াতে দাঁড়িয়ে থেকে
বলতে পারি নিঃসংকোচে তুমি এলে।

এখন কি আর বাধা-নিষেধ তুচ্ছ করে
ছুটতে পারি দিবস-রাতি মনে হলেই
দুধে আলতা মিষ্টি মুখের রূপের ছটায়
লাগাম ছেঁড়া ঘোড়ার মতন তোমার পিছু।

অসময়ে মনের মাঝে উথলে উঠা
কঠিন শিলার পাহাড় চেরা ঝর্ণাধারা
আজ পারে না সকল বাধা পায়ে দলে
নদী হয়ে ভেসে যেতে তোমায় দেখে ।

বিভোল পথিক চলার পথে চাঁদকে পেয়ে
ইলিশ-রূপোর জ্যোৎস্না দেখে ইচ্ছে হলেই
ঢেঁড়াটোপের অনেক জালের মধ্যে বসে
ভালবেসে যায় না ভাসা জ্যোৎস্না জলে।

কালের স্রোতে হারিয়েছে অনেক কিছু
আষ্টেপৃষ্টে অনেক হিসেব, অনেক বাঁধন
পাখির মতন মুক্ত ডানায় যায় না ওড়া
উঠোনে আজ অনেক অনেক ঘর-বসতি।

-----------------------------------
১৭ ফেব্রুয়ারি, ২০২১, মিরপুর, ঢাকা।