উড়ুক

জাহিদ হোসেন রনজু
------------------------------®

ঘুড়িটা সুতা কেটে উড়ে গেছে;

অন্যের ছাঁদে উড়তে দেখি সে ঘুড়ি
প্রতিদিন

ঘুড়ির ছায়া এসে পড়ে আমার আঙিনায়
নড়ে-চড়ে
দেখি
বুঝি
ঘুড়ির বুকে আজ বসন্তপবন

উড়ুক, উড়ুক, উড়ুক
গাংচিল ঘুড়ি উড়ুক
তার ভাললাগা নীলিমায় উড়ুক।।

------------------------------
২৩ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা।