উর্ণনাভ

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

বহুমাত্রিক প্রেমের জাল বিছিয়ে দিয়ে
জ্যামিতিক মধ্য বিন্দুতে বসে থাকে উর্ণনাভ;

ছায়া নাচে;
ব্যাসার্ধ-দূরত্ব প্রান্তে প্রজাপতি ডানা ঝাপটায়

উর্ণনাভ হাসে রকমারি প্রজাপতির গায়ে রঙ মেখে মেখে

খেলা শেষ হলে জাল গুটিয়ে  উর্ণনাভ হাঁটে
ঘোর অন্ধকার কালো জামা গায়ে ;

বেসামাল প্রজাপতি হাবুডুবু সমুদ্রগভীর জলে
ছায়া খুঁজে মরে

অথচ-
অন্ধকারের কোন ছায়া থাকে না।।

-------------------------------------------
২৩ জুন ২০১৯, মিরপুর, ঢাকা।