(লিমেরিক)

উল্টে গেলে ঘাঁটি

জাহিদ হোসেন রনজু  
--------------------------------------®

লকডাউনে সুযোগ পেয়ে উল্টো করে বাটি
খাচ্ছো যে ত্রাণ লুটেপুটে, দুখির মাথায় চাটি।
ওহে তস্কর, সাবধানে খাও
নইলে যাবে যা আছে তাও
পা উল্টিয়ে থাকবে ঝুলে উল্টে গেলে ঘাঁটি।

---------------------------------------
২৯ এপ্রিল, ২০২০, মিরপুর, ঢাকা

(প্রিয়কবি কবি চাঁছাছোলা'র 'নেতার রঙ' লিমেরিক পড়ে তাঁর মন্তব্যের ঘরে লিখিত লিমেরিকের সংশোধিত রূপ । লিমেরিকটি প্রিয়কবিকেই উৎসর্গ করছি।)