(ছন্দ স্বরবৃত্ত, মাত্রা ২)
উদ্ভট বিবেক
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
পেল্লায়
চিল্লায়
প্রার্থী
আজকে,
ভোট তার
দরকার
আর্তি
মাইকে-
'ভাইসাব
চাই মাফ
জোড় হাত
করছি,
এইবার
ফের বার
খয়রাত
চাইছি-
ভোটটি
একটি
দাও রে
আরবার,
তদ্রূপ
তছরুপ
নয় রে
এইবার'।
শুনছে
গিলছে
পাবলিক
ভুলছে,
আশ্বাস
বিশ্বাস
ফের ঠিক
করছে।
জোরসে
বলছে-
'সৎ ভাই
ভাইজান,
যাই চাও
তাই নাও
তাও চাই
ভোটখান।
--------------------------------
২৭ নভেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।