তুমিই সঠিক
 
জাহিদ হোসেন রনজু
------------------------®

এই যে মেয়ে কোথায় গেলে
রাগের মাথায় পাখনা মেলে?
তেপান্তরের মাঠ পেরিয়ে
খাল-নদী-বিল সব ছাড়িয়ে
ছুটছো নাকি  বন-বাদাড়ে?
খুঁজছি তোমায় দ্বারে দ্বারে।
করছি শুধু খোঁজাখুঁজি,
এ ঘর খুঁজি, ও ঘর খুঁজি।

রাগ হয়েছে 'তোলা আশি'?
যাচ্ছো কি তাই গয়া-কাশী?
না, না মেয়ে দূর যেয়ো না।
হারিয়ে পথ দুখ পেয়ো না।

বললে কিছু? শুনবে না তাও?
যাবেই দূরে? অচিন সে গাঁও?
সত্যি এবার হারায় যাবে?
শাস্তি দিয়ে শান্তি পাবে?

রাগ করো না লক্ষ্মীসোনা।
আর হবে না দস্যিপনা।
এই দেখো না নাক ধরেছি।
তোমার কাছে হার মেনেছি।

ফের কি বলো?  -'মাফ পাবে না?'
এতেও তোমার রাগ যাবে না?
এক-দুই-তিন গুনতে হবে?
কানটি ধরে টানতে হবে?
কি যে বলো, লজ্জা লাগে।
মনে ভীষণ কষ্ট জাগে।

কিবা এমন দোষ করেছি।
না হয় একটু ভুল বকেছি।
মনের মানুষ এমন যাচেই,
জেনে দেখো তাদের কাছেই
যারা গভীর ভালবাসে
আছে তোমার আশে-পাশে।

তারাই বাসুক? করুক এসব?
ভাল্ লাগে না তোমার সে সব?
আচ্ছা আমি নিলাম মেনে
কষ্ট হবে সেটাও জেনে।
এবার তুমি কাছে আসো।
একটুখানি মিষ্টি হাসো।

আসবে না তাও? এই সেরেছে।
চোখের কোণে জল জমেছে।
না না সোনা, লক্ষ্মী তুমি।
এই তো কান ধরছি আমি।

তুমি আমার ময়না পাখি।
মনের মধ্যে যত্নে রাখি।
ভালবাসি তোমায় যে জান
আস্ত একখান আকাশ সমান।

এই তো সোনা লক্ষ্মী আমার
চাঁদের মত মুখটি তোমার।
ঢেকে আছে কালো মেঘে
কি লাভ হলো মিথ্যে রেগে?

না, না,না ফের ভুল বলেছি।
এই যে আবার কান ধরেছি।
হবে না ভুল কক্ষনো আর।
তুমিই সঠিক, ভুল যা আমার।।

---------------------------------
২৭ ফেব্রুয়ারি ২০১৬, মানিকগঞ্জ।
পরিমার্জনকরণ- ১০/০২/২০১৯,ঢাকা