-ঃবাংলা লতিফাঃ-

তুমি কিগো?

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

চিত্তপুরে নিত্য যেজন করছে খেলা,
তুমি কিগো সেই বালিকা, হৃদয়বালা?

তুমি কিগো সেই বালিকা, অরুন্ধতী?
যেজন আমার লক্ষ্মীপূজা, সাঁঝের বাতি।

তুমি কিগো শিউলীমালা, ভোরের হাসি?
রাত্রী শেষে কুড়াই যে ফুল ভালবাসি।

-------------------------------------
২০ এপ্রিল, ২০১৭, মিরপুর, ঢাকা