তুমি হাসলে
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
তুমি হাসলে-
মেঘে ঢাকা
আকাশ আবার
ডেকে আনে
জ্যোৎস্না ভরা
পূর্ণিমা রাত।
তুমি হাসলে-
কষ্টে ঘেরা
পাহাড় আবার
ছুটায় জোরে
শীতল জলের
ঝর্ণা প্রপাত।
তুমি হাসলে-
কৃষ্ণ কালো
রাতটি আবার
স্বপন দেখে
ডেকে আনে
মধুর প্রভাত।
তুমি হাসলে-
থমকে থাকা
জীবন আবার
তোমার দিকে
ভাল বেসে
বাড়ায় দু'হাত।
-------------------------------------------®
( ১৭ জুন, ২০১৬, মিরপুর,ঢাকা )