তুমি এসো
জাহিদ হোসেন রনজু।
-----------------------------®
তুমি এসো
নববর্ষের দিনে এসো
তুমি এসো
লাল পাড়ের সাদা শাড়ী পড়ে এসো
না হলে পড়ে এসো বাসন্তী রঙের প্রজাপতি শাড়ী।
তুমি এসো
রমনা বটমূলে এসো
তুমি এসো বৈশাখী মেলায় এসো
তুমি এসো হলুদ ফুলের মালা পড়ে গলায়।
তুমি এসো বৈশাখী মেলায়
তুমি এসো রমনার ফুল পাখিদের মেলায়।
তুমি এসো
ফুল হাতে এসো
লাল টকটকে ফুল হাতে এসো
যে ফুল ভালবাসার কথা বলে
সে গোলাপ হাতে এসো তুমি সেদিন-
নববর্ষের দিনে।
আমি হাজার বছর ধরে অপেক্ষায় আছি
সে গোলাপ ছুঁবো বলে।
তুমি এলে এই নববর্ষের দিনে
হয়তবা কেটে যাবে সে অপেক্ষার প্রহর।
তুমি এলে
গোলাপ দিলে
আমি পেয়ে যাবো নববর্ষ আমার-
ভালবাসার চাদরে মোড়া নতুন জীবন।
---------------------------------
(১৩ এপ্রিল,২০১৬,খুলনা)