তুমি এলে এই নববর্ষে
জাহিদ হোসেন রনজু
---------------------------------
এক অজর মহাকাব্যের গর্ভ হতে
উঠে এলো বাক্যটি অস্পষ্ট স্বরে,
ধ্বনিত হলো
আমারই অজান্তে
আমার মনের গহীনে......হৃদয়মন্দিরে
"হে দেবী, তুমি এসেছো!'
লাল পাড়ের শুভ্র সফেদ শাড়ি পরিহিত
জে. পল গেত্তি জাদুঘরের
সেই শ্বেতপাথরের জুনো মূর্তির মতন উজ্জ্বল ;
'দ্য গডেস অফ লাভ'
কী সুন্দর! কী অপূর্ব সুন্দর!
শাড়ির শুভ্র রঙ আর গায়ের বর্ণ মিলেমিশে সব
মনে হলো যেন
ধবধবে সাদা রাজহংসী এক
কোন এক স্বর্গপুরী থেকে
এই বৈশাখে
উড়াল দিয়ে এসে নামলো আমার সম্মুখে
আমার দু'চোখে অবিনাশী পূর্ণিমা ;
হে দেবী,
হে অপ্সরা, উর্বশী-মেনেকা-রম্ভা-গৌরী, হুরপরী
হে তিমির বিনাশী নক্ষত্র, নীহারিকা, পূর্ণ-চন্দ্রিমা
হে জুলিয়েট, লাইলী, অরুণিমা, মোনালিসা
হে আমার প্রেম- কলকল, খলখল, উর্মি চঞ্চল ঝর্ণা জল ঝরঝর
তুমি এলে ;
তুমি এলে বসন্ত বাতাসে ভেসে
এই নববর্ষে
তুমি এলে যেনো-
রবীন্দ্র সঙ্গীতের মতন মনের গভীরের অনুভব নিয়ে
তুমি এলে যেনো
বনলতা সেনের পাখির নীড়ের মতন নির্ভরতা হয়ে
তুমি এলে যেনো
পার্বতীর মতন অকৃত্রিম নিখাঁদ বিশুদ্ধ প্রেমের আরতি জ্বেলে
বুকে
এই তুমি এলে ভালবেসে
বসন্তে ভেসে...ফাল্গুনের শেষে... এই নববর্ষে
বৈশাখের প্রথম দিনে।
---------------------------------------
১৬ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা