তুমি আসবে বলে
জাহিদ হোসেন রনজু।
----------------------------------®
তুমি আসবে বলে
আমি স্বপ্ন দেখি
তুমি আমার হবে একদিন।
আমি তোমার হাতটি ছোঁব
কথা ক'ব
ভালবেসে যতখানি বলা যায় ততটুকু শুধু।
তুমি আসবে বলে
আমি স্বপ্ন দেখি
একদিন হেঁটে যাবো আমি আর তুমি
যতদূর যাওয়া যায় হেঁটে
ভালবেসে যাওয়া যায় যতটুকু দূরে।
তুমি আসবে বলে
আমি স্বপ্ন দেখি
আমরা জ্যোৎস্না মাখাবো দুজন
বসে পাশাপাশি নিরালায় নির্জন
যতটুকু জ্যোৎস্না মাখালে পরে
থাকা যায় সারাটি জীবন শুধু ভালবেসে।
-------------------------------------------
( ১৭.০৪.২০১৬, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)