ট্রেন ও সুখ-দুঃখরা
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
দুঃখগুলো লোকাল ট্রেনের মতন
একবার স্টেশন পেলেই
দাঁড়িয়ে থাকে তো থাকেই, নড়াচড়া নেই
সুখগুলো আন্তঃনগর মেইল ট্রেন
লোকাল স্টেশনে থামেই না
চোখের পলক পড়তে না পড়তেই হাওয়া
মেইল ট্রেন আসার অপেক্ষায় থেকে থেকে
লোকাল ট্রেনের যাত্রা বিরতি আরো বেড়ে যায়।
-----------------------------------------
২৭ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা।