তরুণ

জাহিদ হোসেন রনজু
------------------------®

কোথায় তরুণ, কোথায় ওরে
তেজ দীপ্ত সূর্য আগুন?
আয় না তোরা, আয় না ছুটে
আনবি যারা ধরায় ফাগুন।

সত্য ন্যায়ের পথটি জানি
কঠিন থেকে কঠিন ভীষণ,
জরাজীর্ণ কুসংস্কার
ধর্মান্ধতার কঠিন বাধন।

থাকবে পথে অনেক বাধা
দৈত্যদানোও আসবে তেড়ে
ভয় পেয়ে তুই ওরে তরুণ
থাকবি কি তাই চুপটি মেরে?

আঁধার দেখে চারিধারে
থাকিস যদি বদ্ধ ঘরে,
রবির থেকে আলো এনে 
কে জ্বালাবে প্রদীপ ওরে?

দেখেই যদি ভয়ে মরিস
ভুত-পিশাচ আর অমানিশা
কে দেখাবে ধরার মাঝে
সত্য পথের আলোর দিশা?

যুগে যুগে তরুণেরাই
দীপ্ত পায়ে বীরের বেশে
আঁধার থেকে আনে আলো
মৃত্যুকে জয় করে শেষে।

লক্ষ তরুণ, তরতাজা প্রাণ
মুক্তিযুদ্ধে দেশের তরে,
বিলায় দিয়ে অমূল্য জান
স্বাধীনতা আনলো ওরে।

আজকে ধরায় মানবতা
কাঁদছে দেখি দুঃশাসনে,
জ্বালছে আগুন পিশাচ-শকুন
পুড়ছে মানুষ সেই দহনে।

আজ কেন তুই থাকবি ঘরে
আয় বেরিয়ে বীরের বেশে,
তোর তেজেতে শকুন মরে
দেখবি ধরা উঠবে হেসে।

----------------------------
৬ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।